Posts

Showing posts from April, 2019

পরিচিতি

জগতের যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ খুব সম্ভবত নিজের ইন্ট্রোডাকশান দেওয়া। আমি কে , আমি কী এর উত্তর দেওয়ার থেকে কঠিন কাজ নেই। আমার এই পুঁচকে ব্লগের বয়স খুব বেশিদিন না  এবং আদৌ কেউ এই ব্লগ পড়ে কিনা সে নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে , তাও  নিজের পরিচিতিটা দেওয়া উচিত, তা সে যত কঠিন কাজ ই হোক না কেন।  তাহলে শুরু করা যাক...... আমার নামঃ  -আমার ভাল নাম সেঁজুতি , ইংরিজিতে বানান বিভ্রাটে বেশির ভাগ লোকের কাছে আমি সেঞ্জুতি  , তাই আমার ডাক নামটা আমার বেশি পছন্দের, সেটা হোল ঝিল্লী, এই নামটা আমার দিদার দেওয়া। ট্যাঁ ট্যাঁ  করে সারাদিন চিৎকার করতাম বলে হয়ত।  আমি কী করি? -এটার উত্তর দেওয়া সবচাইতে সহজ। আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। আমার বয়স কত? - আমার জন্ম নব্বই দশকের গোড়ার দিকে। বাকিটা আর বললাম না।  আমার ঠিকানা -কেন এই তো - http://choshmaebongityadi.blogspot.in  তবে আমি যেখানে 'থাকি' সে জায়গাটা হোল কোলকাতা। রিলেশানশিপ স্ট্যাটাস   - টারমিনালি সিঙ্গেল  রিলিজিয়াস ভিউস   - কি সব্বনাশের প্রশ্ন !  আমার কী ভালো লাগে? -হেহ! সুপার হিরো কমিক্স (বিশেষত হারলি কুইন এ

ইন্দুবালার চিত্রাহার

ইন্দুবালা দেবী চোখ মেলবার চেষ্টা করছিলেন, সামনের গোলাপি ছায়াটা কানের কাছে এসে ফিস ফিস করে জিজ্ঞেস করছে কেমন আছেন মাসিমা, আপনার বাড়ির লোক এসেছে। ইন্দুবালা বলতে চাইছিলেন ভালো আছি, শীত করছে, কিন্তু পারলেন না..গলা দিয়ে ঘরঘর আওয়াজ বেরোলো একটু। চোখ বুঁজলেন, ঘাটাল- ইলা বারান্দায় শোয়া, লালচে ছোট্ট পাদুটো কাঁথার ভেতর থেকে বেরিয়ে আছে। তড়িঘড়ি ছুট, কাঁদছে, পিঁপড়ে ধরল না তো! -'মাগো, শুনতে পাচ্ছো? আমরা এসেছি, দেখো' কার গলা? আওয়াজটা ভেজা ভেজা, ইন্দুবালা তাকালেন, ঝাপসা, হলদে, নীল ,লাল ছায়া দুলছে সামনে। - 'শুনতে পাচ্ছি, ভালো আছি, কাঁদিস না, বাড়ি নিয়ে যাবি না আমাকে?' - 'ডাক্তারবাবু দিম্মা কী কিছুই টের পাচ্ছে না?' ইন্দুবালা আবার চোখ বুঁজলেন- কুর্তী- রান্নাঘরের পেছনে বাঘ ঢুকেছে। আমার ইলা, বিনু , মিঠু ছোট যে! বাড়িতে একটা পুরুষমানুষ নেই! ইন্দুবালা চিৎকার করতে চাইলেন, চা বাগানের কুলি কামিনরা টিন পেটাচ্ছে খুব জোরে! '- বাঘ! বাঘ!' '-ডাক্তারবাবু মা অমন করছে কেন? মায়ের কী কষ্ট হচ্ছে খুব?' ইন্দুবালা চোখ খোলার খুব চেষ্টা করলেন আরেকবার। রান্নাঘরে মাছের গায়ে হলুদ মাখা