Posts

Showing posts from April, 2016

পরিচিতি

জগতের যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ খুব সম্ভবত নিজের ইন্ট্রোডাকশান দেওয়া। আমি কে , আমি কী এর উত্তর দেওয়ার থেকে কঠিন কাজ নেই। আমার এই পুঁচকে ব্লগের বয়স খুব বেশিদিন না  এবং আদৌ কেউ এই ব্লগ পড়ে কিনা সে নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে , তাও  নিজের পরিচিতিটা দেওয়া উচিত, তা সে যত কঠিন কাজ ই হোক না কেন।  তাহলে শুরু করা যাক...... আমার নামঃ  -আমার ভাল নাম সেঁজুতি , ইংরিজিতে বানান বিভ্রাটে বেশির ভাগ লোকের কাছে আমি সেঞ্জুতি  , তাই আমার ডাক নামটা আমার বেশি পছন্দের, সেটা হোল ঝিল্লী, এই নামটা আমার দিদার দেওয়া। ট্যাঁ ট্যাঁ  করে সারাদিন চিৎকার করতাম বলে হয়ত।  আমি কী করি? -এটার উত্তর দেওয়া সবচাইতে সহজ। আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। আমার বয়স কত? - আমার জন্ম নব্বই দশকের গোড়ার দিকে। বাকিটা আর বললাম না।  আমার ঠিকানা -কেন এই তো - http://choshmaebongityadi.blogspot.in  তবে আমি যেখানে 'থাকি' সে জায়গাটা হোল কোলকাতা। রিলেশানশিপ স্ট্যাটাস   - টারমিনালি সিঙ্গেল  রিলিজিয়াস ভিউস   - কি সব্বনাশের প্রশ্ন !  আমার কী ভালো লাগে? -হেহ! সুপার হিরো কমিক্স (বিশেষত হারলি কুইন এ

পরিচিতি

জগতের যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ খুব সম্ভবত নিজের ইন্ট্রোডাকশান দেওয়া। আমি কে , আমি কী এর উত্তর দেওয়ার থেকে কঠিন কাজ নেই। আমার এই পুঁচকে ব্লগের বয়স খুব বেশিদিন না  এবং আদৌ কেউ এই ব্লগ পড়ে কিনা সে নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে , তাও  নিজের পরিচিতিটা দেওয়া উচিত, তা সে যত কঠিন কাজ ই হোক না কেন।  তাহলে শুরু করা যাক...... আমার নামঃ  -আমার ভাল নাম সেঁজুতি , ইংরিজিতে বানান বিভ্রাটে বেশির ভাগ লোকের কাছে আমি সেঞ্জুতি  , তাই আমার ডাক নামটা আমার বেশি পছন্দের, সেটা হোল ঝিল্লী, এই নামটা আমার দিদার দেওয়া। ট্যাঁ ট্যাঁ  করে সারাদিন চিৎকার করতাম বলে হয়ত।  আমি কী করি? -এটার উত্তর দেওয়া সবচাইতে সহজ। আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। আমার বয়স কত? - আমার জন্ম নব্বই দশকের গোড়ার দিকে। বাকিটা আর বললাম না।  আমার ঠিকানা -কেন এই তো - http://choshmaebongityadi.blogspot.in  তবে আমি যেখানে 'থাকি' সে জায়গাটা হোল কোলকাতা। রিলেশানশিপ স্ট্যাটাস   - টারমিনালি সিঙ্গেল  রিলিজিয়াস ভিউস   - কি সব্বনাশের প্রশ্ন !  আমার কী ভালো লাগে? -হেহ! সুপার হিরো কমিক্স (বিশেষত হারলি কুইন এ

বুক-টুক

Image
বেশ কিছুদিন ধরে ফেসবুকে এক নতুন ফ্যাচাং শুরু হয়েছে...লগ ইন করলেই  রঙ চঙে ছবি দিয়ে 'শেয়ার ইয়োর মেমরিস' বলে ঝামেলা পাকাচ্ছে। এবং না চাইলেও নিজের পুরনো পাপ দেখে 'ইশ! কী গাধা ছিলাম ২ বছর আগে' বা 'এ মাগো...আমাকে দেখতে এরকম ভয়ানক ছিল' জাতীয় অনুশোচনা হচ্ছে। আমি একবার ও বলছি না যে আমার বুদ্ধি কয়েক বছরে বেড়েছে অথবা এখন নিজেকে আয়নায় দেখে 'ললিপপ লাগেলু' গাইতে ইচ্ছে করছে, ব্যাপারটা হল হঠাত করেই বুঝতে পারলাম, আমার পছন্দ অপছন্দ গুলো বেশ খানিক পালটে গেছে এই যা । এইসব 'পুরনো' স্মৃতির ধাক্কায় হঠাত করে একটা জিনিস চোখে পড়ল। একসময়  আমরা অনেকেই একটা 'বুক বাকেট চ্যালেঞ্জ' হুজুগে মেতে ছিলাম। ব্যাপার টা আর কিছুই না, নিজের ভাল লাগা ৫টা বইের নাম আর ভাল লাগার কারণ নিয়ে নিজের 'দেওয়াল' নোংরা করে খানিকটা টাইম ওয়েস্ট। দেখলাম গত ২ বছরে নিজের ভাল লাগা বই গুলো  কয়েকটা এক আছে, আর কয়েকটা নতুন নাম ওই লিস্ট এ অ্যাড হয়েছে। (বাদ ও গেছে কয়েকটা)  তাই নতুন পুরনো সব মিলে এই 'আপডেটেড লিস্ট' টা খেরোর খাতায় লিখে রাখলাম, আবার না হয় বছর ২-৩ পরে পছন্দ মিলিয়ে দেখা যাব