Posts

Showing posts from October, 2016

পরিচিতি

জগতের যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ খুব সম্ভবত নিজের ইন্ট্রোডাকশান দেওয়া। আমি কে , আমি কী এর উত্তর দেওয়ার থেকে কঠিন কাজ নেই। আমার এই পুঁচকে ব্লগের বয়স খুব বেশিদিন না  এবং আদৌ কেউ এই ব্লগ পড়ে কিনা সে নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে , তাও  নিজের পরিচিতিটা দেওয়া উচিত, তা সে যত কঠিন কাজ ই হোক না কেন।  তাহলে শুরু করা যাক...... আমার নামঃ  -আমার ভাল নাম সেঁজুতি , ইংরিজিতে বানান বিভ্রাটে বেশির ভাগ লোকের কাছে আমি সেঞ্জুতি  , তাই আমার ডাক নামটা আমার বেশি পছন্দের, সেটা হোল ঝিল্লী, এই নামটা আমার দিদার দেওয়া। ট্যাঁ ট্যাঁ  করে সারাদিন চিৎকার করতাম বলে হয়ত।  আমি কী করি? -এটার উত্তর দেওয়া সবচাইতে সহজ। আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। আমার বয়স কত? - আমার জন্ম নব্বই দশকের গোড়ার দিকে। বাকিটা আর বললাম না।  আমার ঠিকানা -কেন এই তো - http://choshmaebongityadi.blogspot.in  তবে আমি যেখানে 'থাকি' সে জায়গাটা হোল কোলকাতা। রিলেশানশিপ স্ট্যাটাস   - টারমিনালি সিঙ্গেল  রিলিজিয়াস ভিউস   - কি সব্বনাশের প্রশ্ন !  আমার কী ভালো লাগে? -হেহ! সুপার হিরো কমিক্স (বিশেষত হারলি কুইন এ

পুজোর গন্ধ আর সাপ্তহিক প্যাঁচাল

Image
বছরের এই সময়টা বড় অদ্ভুত। পুজো অফিসিয়ালি প্রায় এসে পড়েছে। হাড় জ্বালানো বৃষ্টি প্রায় টাটা বাই বাই করে ছুটি নেয়ার ধান্দা করছে, আর হালকা মেঘ কেটে গেলেই ঝকঝকে নীল আকাশ আমার দাঁত ফোকলা দিদার মতো হাসছে। রাস্তায় বেরোলেই এশিয়ান পেইন্টস থেকে শুরু করে মিনু শাড়ী,মায় পান পরাগ পর্যন্ত পুজোর শুভেচ্ছায় দোকান পাট থেকে ফ্ল্যাট বাড়িগুলো ঢেকে দেওয়ার তাল করছে। আমাদের পাড়ার ক্লাব চিরকালের লেট লতিফ, ওই প্রায় এক্কেবারে ঘাড়ে না আসা পর্যন্ত কাউকে দেখে পুজো এসেছে বোঝা যায় না। সেদিন রাতে ফের সময় শুনি ওই প্রতিদিনের ধোনি ভার্সেস সৌরভ, সিপিএম ভার্সেস টিএমসি, ভারত পাক ঝামেলা বাদ দিয়ে চরম উত্তেজিত হয়ে নবমীর দিন আলুর পাকোড়া না বেগুনি হবে সে নিয়ে তুলকালাম লেগেছে।                                      *এই ছবিটা হিরের আংটি সিনেমার, এই গানটাও ভারি ভালো * টিভিতে শালিমারের বিজ্ঞাপন(সেই যেটাতে চন্দ্রিল আছেন, অন্য সময় ভাবলেই মন ভালো হয়ে যায়), 'এবার পুজোয় আমরাই দন্ত্য স-এ সেরা কাকা' শুনতে শুনতে কানে তালা লেগেছে, সিগন্যালে ১৭৭৮ নম্বর বার 'মহিষাসুর মর্দিনী', প্রতিদিন গড়িয়াহাট থেকে বাড়ি ফিরতে উৎসাহী জে