Posts

Showing posts from September, 2016

পরিচিতি

জগতের যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ খুব সম্ভবত নিজের ইন্ট্রোডাকশান দেওয়া। আমি কে , আমি কী এর উত্তর দেওয়ার থেকে কঠিন কাজ নেই। আমার এই পুঁচকে ব্লগের বয়স খুব বেশিদিন না  এবং আদৌ কেউ এই ব্লগ পড়ে কিনা সে নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে , তাও  নিজের পরিচিতিটা দেওয়া উচিত, তা সে যত কঠিন কাজ ই হোক না কেন।  তাহলে শুরু করা যাক...... আমার নামঃ  -আমার ভাল নাম সেঁজুতি , ইংরিজিতে বানান বিভ্রাটে বেশির ভাগ লোকের কাছে আমি সেঞ্জুতি  , তাই আমার ডাক নামটা আমার বেশি পছন্দের, সেটা হোল ঝিল্লী, এই নামটা আমার দিদার দেওয়া। ট্যাঁ ট্যাঁ  করে সারাদিন চিৎকার করতাম বলে হয়ত।  আমি কী করি? -এটার উত্তর দেওয়া সবচাইতে সহজ। আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। আমার বয়স কত? - আমার জন্ম নব্বই দশকের গোড়ার দিকে। বাকিটা আর বললাম না।  আমার ঠিকানা -কেন এই তো - http://choshmaebongityadi.blogspot.in  তবে আমি যেখানে 'থাকি' সে জায়গাটা হোল কোলকাতা। রিলেশানশিপ স্ট্যাটাস   - টারমিনালি সিঙ্গেল  রিলিজিয়াস ভিউস   - কি সব্বনাশের প্রশ্ন !  আমার কী ভালো লাগে? -হেহ! সুপার হিরো কমিক্স (বিশেষত হারলি কুইন এ

"সখী ভালোবাসা কারে কয়..."

Image
আমার মাথা চিরকালই ওই মোটার দিকে, প্রেম ট্রেম ইত্যাদি সূক্ষ্ম অনুভূতি তাই বিশেষ টের পাইনি কোনোদিনই। বয়সকালে আশেপাশের লোকজন যখন বেমক্কা ধপাধপ প্রেম 'করেছে' , আমি বেশ পা নাচাতে নাচাতে বাদাম চিবিয়েছি। এবার আমার মতো লোক যে কিনা শুকনো জায়গাতেও ধাঁই ধপাধপ আছাড় খায় সে এহেন গুরুতর দুর্ঘটনা এড়ালো কী করে সেটা বেশ ভাবার বিষয়ই বটে। দেড় ঘন্টার সিনেমাতেও ছ-সাত টা গান থাকে আর আমার এত বছরের জীবনে মাইরি একটা প্রেম এলো না। একটা যাও বা আসি আসি করছিল, সেটাও ওই অফিস টাইমের মেট্রোর মতো মিস হয়ে গেল। সত্যি বলতে ব্যপারটা আমি ভালো বুঝিও না, তাই এ বিষয়ে আমি কথা বিশেষ বলিও না। কিন্তু এ সোশ্যাল মিডিয়া দেখছি আমার সিঙ্গলত্ব কে শান্তিতে কিছুতেই থাকতে দেবে না। ফেসবুক ফিড খুললেই 'প্রেম মানে তুই, প্রেম মানে গোবরের পদ্মফুল, প্রেম মানে হ্যারিকেন' ইত্যাদি দেখতে দেখতে হাড় জ্বলে যাচ্ছে! তার সাথে প্রেমের বর্ষপূর্তি, হাত ধরার পূর্তি, প্রথমবার বাস মিস করার পূর্তি, প্রথম একসাথে নেড়ি কুকুরের গা চুলকানো দেখার বর্ষপূর্তি ইত্যাদি সেলিব্রেশন এবং ওই ছুঁচালো মুখ করা সেলফি! মানে এটা কী ধরণের ইয়ার্কি। শুধু তাই নয়, কোন