Posts

Showing posts from November, 2016

পরিচিতি

জগতের যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ খুব সম্ভবত নিজের ইন্ট্রোডাকশান দেওয়া। আমি কে , আমি কী এর উত্তর দেওয়ার থেকে কঠিন কাজ নেই। আমার এই পুঁচকে ব্লগের বয়স খুব বেশিদিন না  এবং আদৌ কেউ এই ব্লগ পড়ে কিনা সে নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে , তাও  নিজের পরিচিতিটা দেওয়া উচিত, তা সে যত কঠিন কাজ ই হোক না কেন।  তাহলে শুরু করা যাক...... আমার নামঃ  -আমার ভাল নাম সেঁজুতি , ইংরিজিতে বানান বিভ্রাটে বেশির ভাগ লোকের কাছে আমি সেঞ্জুতি  , তাই আমার ডাক নামটা আমার বেশি পছন্দের, সেটা হোল ঝিল্লী, এই নামটা আমার দিদার দেওয়া। ট্যাঁ ট্যাঁ  করে সারাদিন চিৎকার করতাম বলে হয়ত।  আমি কী করি? -এটার উত্তর দেওয়া সবচাইতে সহজ। আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। আমার বয়স কত? - আমার জন্ম নব্বই দশকের গোড়ার দিকে। বাকিটা আর বললাম না।  আমার ঠিকানা -কেন এই তো - http://choshmaebongityadi.blogspot.in  তবে আমি যেখানে 'থাকি' সে জায়গাটা হোল কোলকাতা। রিলেশানশিপ স্ট্যাটাস   - টারমিনালি সিঙ্গেল  রিলিজিয়াস ভিউস   - কি সব্বনাশের প্রশ্ন !  আমার কী ভালো লাগে? -হেহ! সুপার হিরো কমিক্স (বিশেষত হারলি কুইন এ

ধন্যবাদান্তে......

বেড়াতে যাওয়ার সিরিজটাতে আজকের জন্য ব্রেক চাপলাম। কারণ মাঝে মাঝে নিজেকে দরকারি জিনিসগুলোর রিমাইন্ডার দেওয়ার দরকার হয়। এবং চারদিকে টেলিভিশনের দৌলতে কানের আর চোখের কাছে ড্যাং ড্যাং করে বলা 'থ্যাংকস গিভিং' স্পিরিটে , যা যা, যাদের যাদের জন্য আমি থ্যাংকফুল এই পোস্টটা তাদের জন্য। ১. বাবা মাকে। তঁ্যা‌‌‍দোর মেয়েকে মানুষ করার চেষ্টা করার জন্য। অনেকের থেকে বেশি আরাম আয়েশের জীবনের সুযোগ দেওয়ার জন্য। ২. সেই সব বন্ধুদের জন্য যারা আমার মতো হারামজাদা পাবলিককে সহ্য করে চলেছে। যারা খুন করে এলে 'বডি কোই, চল আমি হেল্প করছি লুকোতে' বলবে। ৩. হাতের মুঠোফোনের জন্য। হেডফোন, অনাকাঙ্খিত সহযাত্রীর থেকে খেজুরে আলাপ জমানোর থেকে বাঁচানোর জন্য। পছন্দসই গান চালিয়ে মুহূর্তের মধ্যে আশেপাশের সব থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ দেওয়ার জন্য। ৪. ছোট্টু, শুভ, বুড়ি, আরেকজন যার একজন যার নাম নিয়ে এখন ঘোরতর ঝগড়া হচ্ছে। খুব খারাপ হিন্দি/বাংলা গানের বিট, একটা  লেজারের সবুজ  আলোও যে আনন্দের কারণ হতে পারে, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য। ৫. আমার কোলবালিশের জন্য। সব রাগ,দুঃখ, মন খারাপ সহ্য করার জন্য। ৬. রং, তুলি, সাদা ক

ঘুরতে যাওয়ার প্রিলিউড

Image
১. '-তারপর তারপর! কুসুম আর তুমি কী করলে? -কী আর করবো। বাঘটা তো রান্নাঘরে ঢুকে বসে আছে, তারপর কী চিৎকার চেঁচামেচি! সে এক বিচ্ছিরি কান্ড। -তোমার ভয় করে নি? -তা একটু করছিল, তোর মা মাসিরা ছোট তো, আর তোর বড় দাদুও ছিল না, তবে চা বাগানে এইসব মাঝে মাঝে হতো বলে গায়ে সয়ে গেছিল। -তোমাদের ঘরে বাঘ ঢুকেছে কখনও? -না, তা ঢোকেনি, আসলে রান্না ঘরের পেছন দিয়ে একটা সরু রাস্তা একটা পাহাড়ি ঝোরার দিকে নেমে গেছিল। ওই দিক থেকেই মাঝে মাঝে উঠে আসতো। তবে ওখানকার কুলী কামিনরা খুব ওস্তাদ ছিল, বাঘ ঢুকলে টিন পিটিয়ে, চিৎকার চেঁচামেচি করত বলে বাগানের বেশি ভেতরে আসতে পারত না। -আমাদের এখানে বাঘ আছে? -ধুর বোকা, কলকাতায় চিড়িয়াখানা ছাড়া আর বাঘ কই। মানুষেরই থাকার জায়গা নেই তাই আবার বাঘ সিংহ।' ........ ২. আমাদের বাড়িতে যে কয়েকটা ছবির অ্যালবাম আছে, তার বেশিরভাগ ই আমার ছোটবেলার ছবিতে ভর্তি, পুঁচকে আমি বেলুন নিয়ে বসে, রিনটিনদি সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, আমার প্রথম নাচের অনুষ্ঠান এই সব। আরেকটা আছে যেটাতে মা বাবার বিয়ের ছবি। মা খুব লাজুক লাজুক মুখ করে বসে, বাবা পাঞ্জাবি পরে কার সাথে হাত নেড়ে কথা  বলছে, রাজু দা,

একটি অত্যন্ত খাজা আষাঢ়ে গল্প

ডিস্ক্লেইমারঃ এটি  একটি আষাঢ়ে গল্প, এবং অত্যন্ত খাজা আষাঢ়ে গল্প। কোন জীবিত বা মৃত ব্যক্তির সাথে মিল থাকলে তা নেহাতই কাকতালীয়। এটি পড়ে আমাকে খিমচে দিতে, বা নিজের মাথার চুল ছিঁড়ে ফেলার ইচ্ছে হতে পারে। তাই Adult Supervision কাম্য। ................................................... এক যে ছিল রাজা। রাজা যখন প্রজারাও আছে বই কী। সুজলা সুফলা শস্য শ্যামলা রাজ্যও আছে। গাছে ফল, নদীতে মাছ -সবই আছে। কিন্তু তা ভোগ করার লোক আর নেই শুধু। অম্বলের রোগে গোটা রাজ্য কাবু। হোমিওপেথী, এলোপ্যাথি , কবরেজি মায় ইউনানি-কিছুতেই কাজ হয় না। তাই রাজার বড় দুঃখ। একরাতে অম্বলের ব্যথায় রাজা বেজায় কাবু, কিছুতেই ঘুমোতে পারেন না, ভোররাতের দিকে ক্রনিক পেনে কাবু হয়ে গোমাতার কাছে দু বালতি যাবনা মানত করছে হঠাৎ শুনলেন 'হাম্বা-আআআআয়া' শুনে তিনি এমন চমকালেন যে সোজা খাট থেকে মাটিতে। তন্দ্রা তো কাটলোই উপরন্তু মনে পড়ল আজ বিকেলে তিনি ভুল করে আজ টোপাকুল খেয়েছিলেন। (শুনে নিন্দুকে অবশ্য বলেছিল, রাজা মশায় নিজেই টোপাকুল চেয়েছিলেন, তবে সে ব্যাটা এক্কেবারে গাধা।) একে ভোররাতের অম্বলের ব্যথা তায় স্বপ্নে গোমাতার দেখা। আর আমাদের র