Posts

Showing posts from October, 2017

পরিচিতি

জগতের যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ খুব সম্ভবত নিজের ইন্ট্রোডাকশান দেওয়া। আমি কে , আমি কী এর উত্তর দেওয়ার থেকে কঠিন কাজ নেই। আমার এই পুঁচকে ব্লগের বয়স খুব বেশিদিন না  এবং আদৌ কেউ এই ব্লগ পড়ে কিনা সে নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে , তাও  নিজের পরিচিতিটা দেওয়া উচিত, তা সে যত কঠিন কাজ ই হোক না কেন।  তাহলে শুরু করা যাক...... আমার নামঃ  -আমার ভাল নাম সেঁজুতি , ইংরিজিতে বানান বিভ্রাটে বেশির ভাগ লোকের কাছে আমি সেঞ্জুতি  , তাই আমার ডাক নামটা আমার বেশি পছন্দের, সেটা হোল ঝিল্লী, এই নামটা আমার দিদার দেওয়া। ট্যাঁ ট্যাঁ  করে সারাদিন চিৎকার করতাম বলে হয়ত।  আমি কী করি? -এটার উত্তর দেওয়া সবচাইতে সহজ। আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। আমার বয়স কত? - আমার জন্ম নব্বই দশকের গোড়ার দিকে। বাকিটা আর বললাম না।  আমার ঠিকানা -কেন এই তো - http://choshmaebongityadi.blogspot.in  তবে আমি যেখানে 'থাকি' সে জায়গাটা হোল কোলকাতা। রিলেশানশিপ স্ট্যাটাস   - টারমিনালি সিঙ্গেল  রিলিজিয়াস ভিউস   - কি সব্বনাশের প্রশ্ন !  আমার কী ভালো লাগে? -হেহ! সুপার হিরো কমিক্স (বিশেষত হারলি কুইন এ

নীল আর সবুজ

পুরোনো পরিত্যক্ত বাড়ির ঝুলওয়ালা জানলায় হলদে ল্যাম্পের আলো এসে ধাক্কা মারে। কোণের দিকে একটা বাদুড় বাসা বেঁধে ঝুলে আছে কদিন ধরে। ক্লিশেড উপন্যাসের সেটিং থেকে মন খারাপ করা হঠাৎ চন্দ্রবিন্দুর গানের সুর সবটা মেখে বাতাস গুমোট। চিনেবাদামের খোসা আর শুকনো পেঁয়াজকলির গান গাইলে ঝিমমারা দুঃখগুলো ফিসফিস করে হেসে ব্যঙ্গ করে। ও গান সাজানো বৈঠকের স্টিরিওতে মানায়। ধুলোমাখা মেঝের পায়ের ছাপের সাথে না। গ্লাসটপ টেবিলের নীচের তাকে এনসাইক্লোপিডিয়া রাখা, তাতে নীলচে রংয়ের মুখোশ প্রায় গোটা কভারটা ঢেকে রেখেছে। বয়সের ভারে গোটা শরীর নব্বই ডিগ্রিতে বেঁকে গেছে। চুল তো সাদা হয়েছে কয়েকযুগ আগেই। চাদর দিয়ে গা ঢাকা এই গরমেও। -কাপড় জামা ঠিক করে পরতে পারে না রে আর, তাই দেখনা চাদর দিয়ে ঢেকে রেখেছি। বারবার লোকজন এলে অসুবিধে হয়। এদিকে জ্ঞান থাকতে ম্যাক্সি পরবে না তো কিছুতেই! -'কে আইলো?' -চিনতে পারে না আজকাল । অমুকে এসেছে রে দিদি। দেখ তাকিয়ে। অর্ধেক কথা নিঃশ্বাস নিতে গিয়ে হারিয়ে যায়। গায়ে হাড়ের ওপর চামড়ার পরত খালি। নীলচে সবুজ শিরাগুলো উঁচু হয়ে আছে। আঙ্গুল বোলালে  পুরোনো পলস্তরা খসে যাওয়া নোনা ধরা দেওয়াল। শিরার