Posts

Showing posts from January, 2016

পরিচিতি

জগতের যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ খুব সম্ভবত নিজের ইন্ট্রোডাকশান দেওয়া। আমি কে , আমি কী এর উত্তর দেওয়ার থেকে কঠিন কাজ নেই। আমার এই পুঁচকে ব্লগের বয়স খুব বেশিদিন না  এবং আদৌ কেউ এই ব্লগ পড়ে কিনা সে নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে , তাও  নিজের পরিচিতিটা দেওয়া উচিত, তা সে যত কঠিন কাজ ই হোক না কেন।  তাহলে শুরু করা যাক...... আমার নামঃ  -আমার ভাল নাম সেঁজুতি , ইংরিজিতে বানান বিভ্রাটে বেশির ভাগ লোকের কাছে আমি সেঞ্জুতি  , তাই আমার ডাক নামটা আমার বেশি পছন্দের, সেটা হোল ঝিল্লী, এই নামটা আমার দিদার দেওয়া। ট্যাঁ ট্যাঁ  করে সারাদিন চিৎকার করতাম বলে হয়ত।  আমি কী করি? -এটার উত্তর দেওয়া সবচাইতে সহজ। আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। আমার বয়স কত? - আমার জন্ম নব্বই দশকের গোড়ার দিকে। বাকিটা আর বললাম না।  আমার ঠিকানা -কেন এই তো - http://choshmaebongityadi.blogspot.in  তবে আমি যেখানে 'থাকি' সে জায়গাটা হোল কোলকাতা। রিলেশানশিপ স্ট্যাটাস   - টারমিনালি সিঙ্গেল  রিলিজিয়াস ভিউস   - কি সব্বনাশের প্রশ্ন !  আমার ...

সূচনা,নামকরণ এবং ইত্যাদি

- হ্যালো মাইক টেস্টিং...... ১...২ ...৩ হ্যাঁ মানে আপনারা এসে পড়েছেন? ওহ মানে কী যে বলব।।খুশিতে আমি বাক্য হারা মানে স্পিচলেস একেবারে। তা হয়েছে কী জীবনে মোটেই আমার কাজের অভাব ছিল না। অভাব না থাকলেও শীতের দুপুরে দিব্যি গল্পের বই পড়তে পারতাম, candy crush খেলতে পারতাম, মায়  বালাপোষ মুড়ি দিয়ে একটা ভাত ঘুম দিতে পারতাম- সেসব না করে আমি আস্ত একটা ব্লগ খুলে ফেললাম। বিপদ হল কী নাম দেব সেটা নিয়ে-এই পুঁচকে সাইবার স্পেস টুকুতে আমার প্রলাপ, বিলাপ ইত্যাদির জন্য একটা যুতসই নাম খুঁজতে যে এত বেগ পেতে হবে সেটা আগে বুঝিনি। অগত্যা সুকুমার রায় ই ভরসা। অতঃপর হ য ব র ল-র যাত্রা শুরু হল। আমার চরিত্রের মতই এটাও খাপছাড়া, বিতিকিচ্ছিরি এবং আদ্যপান্ত ভুলভাল একটা জিনিস। আর এর আয়ু কদ্দিন সেটা এখনি যদিও বলা যাচ্ছে না ,তবু আশা করা যায় যেহেতু এটা একেবারেই অকাজের জিনিস-তাই টিকে গেলেও যেতে পারে। *সানাই এর পঁ্য৷ পঁ্য৷ আওয়াজ এবং হুড়মুড়িয়ে কারটেন ড্রপ*